Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

গুগুলের "আই এম ফিলিং লাকি" বাটনের কাজ কি?

 


 

আপনি হয়তবা বহু বছর যাবত গুগল সার্চ ব্যবহার করে আসছেন কিন্তু এখনও কি জানেন না "আই এম ফিলিং লাকি" বা "আমি ভাগ্যবান অনুভব করছি" বাটনের কাজ? তাহলে এ পোস্টটি পড়লেই জেনে যাবেন আশা করি।

পূর্বে যখন গুগল ইনস্ট্যান্ট ও চেঞ্জিং বাটন ছিলনা তখন এই "আই এম ফিলিং লাকি" বাটনটি গুগল থেকে প্রাথমিক সার্চ রেজাল্ট দেখাত। 

যদিও বর্তমানে গুগল এখানে আরেকটি ফিচার যুক্ত করেছে। সেটি হল এখন যদি আপনি "আই এম ফিলিং লাকি" বাটনে ক্লিক করেন তবে এটি আপনাকে গুগল ডুডলের পেজে নিয়ে যাবে। 

আসলে এই বাটন তৈরির পেছনে যে চিন্তাটি ছিল তা হল যখনি ব্যবহারকারী কোন কিছু লিখে ঠিক এই বাটনে ক্লিক করে সার্চ করবে তখন তার কাঙ্ক্ষিত ফলাফল যাতে একবারেই পেয়ে যায়। আর সেজন্যেই বলা হয় যদি আপনি নিজেকে যথেষ্ট ভাগ্যবান মনে করেন কেবল তখনি এই বাটনটি ক্লিক করতে পারেন। আপনি ভাগ্যবান হলে আপনার বিষয় একবারেই পেয়ে যাবেন। আপনার আর ঘাঁটাঘাঁটি করা লাগবে না।

যদি মনে করেন আর্টিকেলটি পড়ে আপনি কিছু জানতে পেরেছেন ও আপনার উপকার হয়েছে তাহলে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই। অসংখ্য ধন্যবাদ।

Post a Comment

0 Comments